সমুদ্রের পানি লবণমুক্ত করে টিকে থাকার লড়াইয়ে ৪ দেশ

সমুদ্রের পানি লবণমুক্ত করে টিকে থাকার লড়াইয়ে ৪ দেশ

মিসর ও সৌদি আরবের মধ্যে অবস্থিত আকাবা উপসাগরের প্রবালপ্রাচীর এবং শৈবালের উপর গবেষকরা উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পর্যবেক্ষণ করেছেন। তবে পরিবেশগত এই ব্যয় সত্ত্বেও দ্রুত উষ্ণায়নশীল ও পানির জন্য তৃষ্ণার্ত এই পৃথিবীর প্রায় সব অঞ্চলে লবণমুক্তকরণের প্রবণতা বাড়তেই থাকবে বলে মনে হচ্ছে।

১৭ দিন আগে